Read Time:1 Minute, 16 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, ঢাকা অফিস :
ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারি গাড়ি ও গণপরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় পৃথক ১৪ মামলায় ৩২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত থানায় দায়ের করা ১৪ মামলায় আসামি দুই শতাধিক। এখন পর্যন্ত ৩২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের অধিকাংশই একটি রাজনৈতিক দলের নেতাকর্মী।