Read Time:1 Minute, 16 Second
এম আবদুল্লাহ সরকার, রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) থেকে :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লীতে এক শিশু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার রায়গঞ্জ পৌরসভার গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানান, মঙ্গলবার আনুমানিক ১০টায় হারিয়ে যাওয়া শিশুটির মা নদীপাড়ে কাথা সেলাই করছিল। এ সময় তার নিকট থাকা সদ্য হাটতে শেখা শিশু হাবিবা (২) সকলের অগোচরে হাটতে হাটতে নদীতে পড়ে যায়।
পরে কাজ শেষে মা মরিয়ম শিশুকে না পেয়ে খুজতে থাকেন। খোঁজাখুজির এক পর্যায়ে শিশুটি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে এটা নিশ্চিত হন তিনি। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত রয়েছে বিধায় লাশটি খুজে পাওয়া যায় নি।
শিশুটির বাবা হাবিব ও তার স্ত্রী শোকে মুহ্যমান হয়ে পড়েছে। এ খবর লেখা পর্যন্ত শিশুটিকে খুজে পাওয়া যায় নি।