Read Time:1 Minute, 11 Second
আপেল মাহমুদ, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেনিহারি বাজারের উত্তরে রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার এস আই মোঃ মনির হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স রুহিয়া থানাধীন ২০ নং রুহিয়া ইউনিয়নের সেনিহাড়ী গ্রামে অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় স্কুলব্যগে থেকে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হলেও আসামী পাওয়া যায়নি।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, ফেন্সিডিলের বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।