স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
শহীদ নুর হোসেন দিবস ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবলীগ ও শহর যুবলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নুর হোসেন দিবসে শহর যুবলীগের উদ্যোগে আলোচনা সভা বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এছাড়া বুধবার (১১ নভেম্বর) আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৭টা ১৫ মিনিটে দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় ৪ নেতা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পন।
বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, প্রধান আলোচক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুবলীগের জেলা শাখার সাবেক সভাপতি, সাধারন সম্পাদকবৃন্দ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় সভাপতিত্ব করবেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন।
পৃথক দুটি কর্মসূচিতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথা সময়ে কর্মসূচীতে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।