সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপি চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল গফুর মন্ডল (৭২) অসুস্থ্যতা জনিত কারণে গত রবিবার রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আসর তার নামাজে জানাজা খাদইল ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ডাঃ কাজল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর হুসাইন, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, মরহুমের ছেলে রেজাউল করিম চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, জেলা পরিষদের সদস্য আঃ করিম, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, আব্দুল হাই প্রধান, মোকলেছার রহমান, আওয়ামী লীগ নেতা মাষ্টার হাবিবুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক মাষ্টার আব্দুর রাজ্জাক প্রমূখ।