এস আই সুমন, শিবগঞ্জ (বগুড়া) থেকে :
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল সহ ৪ জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার কিচক পানিতলা তিনমাথা মোড়ে অভিযোন চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃরা হলো- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বেড়ামালিয়া স্কুলপাড়া গ্রামের মীর কাশেমের ছেলে রাকিব (১৮), একই গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে খাজা মিয়া, মীর কাশেম খন্দকার ওরফে বকুল খন্দকারের স্ত্রী ফুলজাহান বিবি (৫৫) ও ঘোড়াঘাট থানার দক্ষিণ দেবীপুর গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী ময়না বিবি (৩০)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়। এঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।