রাশেদুল হক, শেরপুর (বগুড়া) থেকে :
বগুড়ার শেরপুর উপজেলা চাল কল মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে বিরতি হীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু জানান, নির্বাচনে ৮টি পদের মধ্যে ৬টিতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহন শেষে ভোট গননার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুছ ভুইয়া (দেওয়াল ঘড়ি) ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. এনামুল হক (চেয়ার) পেয়েছেন ১৯৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আলিমুর রেজা হিটলার (হরিণ) ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলহাজ্ব আব্দুল হামিদ (মাছ) পেয়েছেন ১৮৯ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে আলহাজ্ব আশরাফ আলী (টেবিল) ২৬৫ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো. জাকারিয়া (আনারস) ২৬৬ ভোট, কোষাধ্যক্ষ পদে গোলাম রব্বানী (বটগাছ) ২১৩ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. হানিফ উদ্দিন (মোরগ) ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য সুলতান মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।