স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়ায় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বউ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম শেরপুর উপজেলার পূর্বপাড়া গ্রামের রজব আলী মন্ডলের ছেলে।
বগুড়া ডিবির ওসি আব্দুর রাজ্জাক এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রাত সোয়া ৯ টার দিকে শেরপুর উপজেলার বউ বাজার এলাকা থেকে আব্দুস সালমকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এঘটনায় শেরপুর থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।