স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ায় শেরপুর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ বালু মহালের সরঞ্জামাদি ধ্বংস করায় ইউএনও’র গাড়িতে হামলা চালিয়েছে বালু ব্যবসায়ীরা। শনিবার ঘটনাটি ঘটেছে উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায়।
এসময় ইউএনও’র সাথে থাকা শেরপুর উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি উজ্জল মোহন্ত সহ নৈশ্যপ্রহরী মুঞ্জুরুল হককে মারপিটে আহত করা হয়েছে। বালু ব্যবসায়ীদের হামলায় ভূমি অফিসের সরকারি গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বলে জানা গেছে।
এবিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী জানান, শনিবার (০৩ অক্টোবর) দুপুরের পর থেকেই উপজেলার শেরুয়া বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এসময় খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে। পরবর্তীতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে না পাওয়ায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জামগুলো ধ্বংস করা হচ্ছিল।
এসময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ফেলেন। একইসঙ্গে চড়াও হয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে সরকারি গাড়ি ভাঙচুর করে। এসময় তাঁর সঙ্গে অভিযানে থাকা ওই দুইজন সরকারি কর্মচারী হামলাকারীদের বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করে আহত করা হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে শেরপুর থানা পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।
এবিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান বলেন, হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরো যারা জড়িত রয়েছে রয়েছে তাদেরকেও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।