রাশেদুল হক, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর থানায় সকল ধরনের, সকল পেশার, সকল বয়সী মানুষ আসবে তাদের সমস্যার কথা বলতে। এজন্য কোন তদবির কারকের প্রয়োজন নেই। আমার কাছে আসতে কোন দালাল ধরতে হবেনা। শেরপুর থানা হবে দালালমুক্ত।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকারের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় শেরপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম এসব কথা বলেন।
সেই সাথে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, ধর্ষন ও ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়াকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর টাউন ফাড়ির ইনচার্জ হারুন অর রশিদ, এস আই রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি নাহিদ হাসান রবিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাহিত্য সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক আরিফুজ্জামান হীরা,
কার্যনির্বাহী সদস্য পরিমল চন্দ্র বসাক, সাংবাদিক সরিফ উদ্দিন সাকিদার, জিয়াউদ্দিন লিটন, আবু বকর সিদ্দিক, লিমন হাসান, শুভ কুন্ডু, উত্তম সরকার, সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, মোজাফফর আলী, বিমান মৈত্রেয়, হেলাল উদ্দিন প্রমূখ।