এম.এ রাশেদ, অনুসন্ধান বার্তা :
বগুড়ার সারিয়াকান্দিতে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের নতুন তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভুক্তভোগী হতদরিদ্ররা। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগিরা বলেন, ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার শোয়েব উদ্দিন তাদের ব্যক্তিগত লোক দিয়ে অর্থের বিনিময়ে ১০ টাকা কেজি দরের চাল বিতরণের নতুন তালিকা করেছেন।
ভুক্তভোগিরা আরো বলেন, আমাদের তালিকায় নাম দেওয়ার কথা বলে টাকা চেয়েছিল, কিন্তু আমরা টাকা দিতে না পারায় নতুন তালিকায় নাম নেই। তাই এই নতুন তালিকা বাতিল করে প্রকৃত হতদরিদ্র দুস্থদের নামে তালিকা করার দাবি জানান তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগিরা।
তবে এবিষয়ে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মিয়া জানান, ১০ টাকা কোজি দরের চাল বিতরণের তালিকায় অনিয়মের অভিযোগ এনে ভুক্তভোগিরা অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।