স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
সিরাজগঞ্জ সদর থানাধীন কান্দাপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজা সহ ইমরান প্রামানিক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
জানাগেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৯ং কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামস্থ মোল্লার শালবাগান থেকে মাদক ব্যবসায়ী ইমরান প্রামানিককে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল ফোন, ২টি সিম, এবং নগদ ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ইমরান প্রামানিক সিরাজগঞ্জ জেলা সদরের কান্দাপাড়া এলাকার জহুরুল প্রামানিকের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।