স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা ও ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার র্যাব-১২ এর একটি দল।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে সলঙ্গা থানাধীন ধোপা কান্দি গ্রামস্থ নিউ লাম-মীম হোটেল এলাকায় পাঁকা রাস্তার উপর এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাথীন ধোপাকান্দি পশ্চিম পাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে ইয়াসীন আলী (১৮) ও কুড়িগ্রাম জেলার ফুলবড়ী থানাধীন কবির মামুদ গ্রামের সাইদুল ইসলামের ছেলে সাহিন আলম (২৬)।
সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পর তাদেরকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।