সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ২৫ গ্রাম হেরোইন সহ আলম শেখ (৫৫) নামে ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার বেলপুকুর থানাধীন চক জামিরা গ্রামের মৃত ইদ্রিস শেখের ছেলে।
জানাগেছে, গ্রেফতারকৃত আলম শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য হেরোইন বিক্রি করে আসছিল। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাবের একটি দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ২৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী আলম শেখ (৫৫) কে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মামলা দায়ের পর উদ্ধারকৃত আলামত সহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।