সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে চরপাড়াহাটে হরিখালি জিসি-হাটশেরপুর জিসি ভায়া চরপাড়াহাট ১০ কিলোমিটার সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় চরপাড়া ৪মাথা মোড়ে প্রধান অতিথি হিসেবে সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মিনহাদুজ্জামান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা প্রকৌশল কর্মকর্তা ইমরান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,
জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, জোড়গাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মতিন, পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আবু লায়েস হোসেন নাহিদ।