নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ফুটবল খেলতে গিয়ে পল্লব কুমার (১৩) নামে নিখোঁজ এক স্কুল ছাত্রের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের মাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে ওই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পল্লব কুমার উপজেলার মাড়িয়া গ্রামের পলাশ চন্দ্রের ছেলে এবং ধুন্দার স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পল্লব কুমার তার বন্ধুদের সাথে স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সবাই বাড়ি ফিরলেও পল্লব বাড়ি ফেরেনি। এরপর থেকেই পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশে একটি পুকুর থেকে পল্লব কুমারের মরদেহ উদ্ধার করে।
নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান আলী বলেন, ধারণা করা হচ্ছে ফুটবল খেলা শেষে শরীরে লেগে থাকা কাদা পরিষ্কার করতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।