এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র টিকা কেন্দ্রে কোভিড-১৯ এর টিকা নিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা।
বৃহস্পতিবার (৫ম দিন) যারা টিকা নিলেন তারা হলেন, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মাছুদুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আলহাজ্ব জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।