ইমরান হোসেন ইমন, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে ১৩ বছরের এক মাদ্রসা ছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ের আয়োজন করায় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাল্যবিয়ে বন্ধ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের মেয়ে স্থানীয় একটি বালিকা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী রিতু বন্যার সঙ্গে এলাঙ্গী ফকিরপাড়া চালারভিটা গ্রামের আলমের ছেলে সোহাগ বাবুর বিয়ের কথা ছিলো।
এজন্য বুধবার বিয়ের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়। গোপন সংবাদ পেয়ে বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি বিয়ে বাড়িতে উপস্থিত হন এবং বিয়ে বন্ধ করে দেন। বিয়ের আয়োজন করায় কনের মা মায়া খাতুনকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলী ও ধুনট থানার এএসআই ইউনুস আলী উপস্থিত ছিলেন।