Read Time:1 Minute, 18 Second
এম.এ রাশেদ, অনুসন্ধান বার্তা :
আসন্ন বগুড়ার ধুনট সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী, রত্নিপাড়া গ্রামের মোঃ আশাদুল ইসলামের সহ ধর্মীনী মোছা. দিতি আক্তারের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে ধুনট সদর ইউনিয়নের রত্নিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম মাসুদ রানা।
ধুনট সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াব আলীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান, রত্নিপাড়া গ্রামের নজরুল ইসলাম, সাইদুর ইসলাম, সোলায়মান আলী, দুলাল হোসেন, পাকুড়িহাটা গ্রামের আব্দুর রাজ্জাক প্রমূখ ।