এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
১৯৯৬ সালের ২৭ নভেম্বর নাজমা খাতুনকে কে বা কাহারা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতরের বগুড়া বিসিক সরকারি শিশু সনদ বা শিশু পরিবারে ভর্তি করে দেয়। তখন তার বয়স ছিল ১২ বছর। ভর্তির সময় রেজিষ্টারে লেখা ছিল মোছাঃ নাজমা খাতুন, পিতার নামঃ মৃতঃ কাশেম আলী, মাতার নামঃ সুফিয়া বেওয়া, গ্রামঃ বগার ছড়ি, ডাকঘর ও উপজেলাঃ নানিয়ারচর, জেলাঃ রাঙ্গামাটি। সে ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেন এবং সরকারি তত্ত্বাবধানে বড় হয়েছে।
তখন তার বয়স হয়েছিল ২২ বছর। গত ২০০৬ইং সালের আগষ্ট মাসে এতিমখানায় কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃতঃ বাহার উদ্দিনের পুত্র রবিউল ইসলাম এর সঙ্গে নাজমা খাতুনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তিনি রবিউল ইসলামের সঙ্গে ঘর সংসার করে আসছে। এতিমখানা থেকে বিয়ে হওয়ার ১৫ বছর পরও তার আত্বীয় স্বজনকে দেখার আগ্রহ প্রকাশ করছেন নাজমা খাতুন।
তিনি তার রক্তের কেউ বা আত্নীয় স্বজন থাকলে তার ছবি দেখে নিম্নে মোবাইল নম্বর ০১৭৫২-৮৫৮৬০৩ অথবা ০১৩২১-৫৫০২৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।