এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ফার্স্ট এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কাহালু শাখা প্রধান মো. আকরামুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারহট্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমিন তালুকদার বেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিরপুকুর শাহ্ সুলতান শাহ্ জালাল মৎস্য বীজাগারের প্রোপ্রাইটর ও জাতীয় স্বর্ণ ও রুপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, নারহট্র ইউ পির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মোমিন প্রমুখ। এজেন্টের বক্তব্য রাখেন চার ভাই অয়েল মিল এন্ড ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু শাখার অফিসার হাফিজুর রহমান।
আলোচনা সভা শেষে ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।