Read Time:1 Minute, 0 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনের ধাক্কায় ইব্রাহীম আলী সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সকালে সরকারি কলেজের পশ্চিম পার্শ্বে এঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম আলী সরদার কাহালু পৌর এলাকার লক্ষীপুর গ্রামের মৃত মোজাহার আলী সরদার মোজার ছেলে।
স্থানীয় লোকজন জানান, ইব্রাহীম আলী সরদার খেজুর গাছ লাগানোর জন্য রেল লাইন পারাপার হচ্ছিলেন। সময় সান্তাহারগ্রামী ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্নীয় প্রভাষক মো. শাহাবুদ্দিন।