এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার কাহালু উপজেলা কমিটির উদ্যোগে করোনা ভাইরাস রোধে পথচারী, যাত্রী ও জনসাধারণের মধ্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মঙ্গলবার (১লা ডিসেম্বর) সকালে পৌর শহরের চারমাথা সহ বিভিন্ন এলাকায় মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণের উদ্বোধন করেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (সোহাগ), প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানী শিপন, সদস্য ইমরান হোসেন,
নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকীম, সদস্য আশরাফুল ইসলাম রনজু, সাবাহ আলজামী, রাকিব ইমতিয়াজ শাওন, ফাহিম আহম্মেদ রিয়াদ, রিমন আহাদ, শামীম, রায়হান, লিটন, মোস্তাকিন, রাসেল, রায়হান, ইকবাল সহ উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।