Read Time:1 Minute, 18 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
নাগরনদী হতে অবৈধ ভাবে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ায় মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলার বীরকেদারের ১টি ইটভাটায় ভ্রাম্যমাণ্য আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ইটভাটার মালিক ও তার ম্যানেজারের ১ লক্ষ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এসআই রেজাউল করিম সহ পুলিশের সদস্যবৃন্দ।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মাছুদুর রহমান জানান, নাগরনদী রক্ষার জন্য প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। নগরনদী রক্ষার জন্য স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি ও জনসাধারণকে সার্বিক ভাবে সহযোগিতা করার উদাত্ত্ব আহবান জানান তিনি।