এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
“সহিংসতা প্রতিরোধে সক্রিয় থাকুন, আইনের প্রয়োগ করুন” এই শ্লোগানকে সামনে রেখে লাইট হাউস এর আয়োজনে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচারনার শেষ দিনে আনুষ্ঠানিক ভাবে বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়।
প্রচারণার উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন লাইট হাউস এর নির্বাহী প্রধান হারুন অর রশিদ, জেন্ডার এন্ড কম্পাইন্ড ডাইরেক্টর ওয়াহিদা ইয়াসমিন, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ যাকারিয়া রানা, কাহালু থানা অফিসার ইননচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম,
উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, কাহালু থানার নারী হেল্প ডেস্ক এর দায়িত্বপ্রাপ্ত এস আই গুলবাহার খাতুন, লাইট হাউস এর টিম লিডার সালাউদ্দিন, সহকারি পরিচালক সামছুদ্দোহা তুহিন, প্রকল্প প্রধান রশিদা খাতুন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও লাইট হাউস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।