এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ ডোমরপুকুর পাড়ে ২.২৬ একর সরকারি জায়গা দখলমুক্ত করে ভূমিহীনদের ঘর নির্মানের উদ্যোগে নিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জায়গার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার নির্বাহি ম্যাজিস্ট্রেট তাসমুজ্জামান, কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, র্যাব-১২ এর ডেপুটি এসোঃ ডাইরেক্টর ফারুক হোসেন, এসআই সাজ্জাদ হোসেন, কালাই ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার লিটন কবিরাজ, পেশকার শামীম হোসাইন সহ র্যাব-১২ ও কাহালু থানা পুলিশের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, পিলকঞ্জ ডোমরপুকুর পাড়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীনদের পুনবার্সনের লক্ষ্যে ওই স্থানে ২.২৬ একর জায়গার উপর গৃহ নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়। কিন্তু ভূমিহীনদের গৃহ নির্মাণের কথা জানতে পেরে গ্রামবাসী উক্ত স্থানে ঈদগাহ মাঠের কাজ শুরু করেন এবং অবৈধ স্থাপনা নির্মান করেন।