এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু) ও রওশন আকতার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন সহ স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ। বিজ্ঞান মেলায় স্কুল পর্যায়ে ১ম স্থান অর্জন করে অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয়র ও কলেজ পর্যায়ে ১ম স্থান অর্জন কওে আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ।