এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে আলোচনা সভায় ৫ জয়িতাকে পুরস্কৃত করা হয়।
কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাছুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
কাহালু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাঞ্জিমা আখতারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পদক আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি প্রমুখ।