এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালুর বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে কাহালুর এরুইল মধ্যপাড়া এলাকার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এর মৃত্যুর সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে বগুড়ার কাহালুর এরুইল মধ্যপাড়ায় তার বাসায় গিয়ে পরিবাবের খোঁজ খবর নেন এবং তাদের শান্তনা দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার কাহালুর এরুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদকে গার্ড অফ অনার প্রদান করেন পুলিশের একটি চৌকস্ দল। পরে রাতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রিদওয়ানুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মান্নানসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীবৃন্দ।