Read Time:1 Minute, 17 Second
এম এ মতিন, কাহালু (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলা ছাত্রলীগের আয়োজনে শীতার্ত দুস্থ মানুষের মাঝে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
কাহালু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।