স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট বাজারে অগ্নিকাণ্ডে দুইটি তুলার গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দুপুর ১২টায় ধুনট বাজারের তুলাপট্টি এলাকার পৌর মেয়র এজিএম বাদশাহ্র মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধুনট বাজারের তুলাপট্টি এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে তুলা ব্যবসায়ী হেলালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন পাশ্ববর্তী শাহজাহান আলীর তুলার গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউন ও উপজেলা যুব শ্রমিক লীগের দলীয় কার্যালয় ভস্মীভূত হয়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বগুড়ার ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শামীম রেজা জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।