স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কান্তনগর বাজারের এক গ্যাস সিলিন্ডার ও জ্বালানি তেলের দোকার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
অগ্নিকান্ডে মূহুর্তের মধ্যে পাশ্ববর্তী ব্রয়লার ফিড ব্যবসায়ী আবু সাঈদ, গ্যাস সিলিন্ডার, পেট্রোল ও ডিজেল ব্যবসায়ী মোস্তফা, সার ব্রয়লার মুরগী ও কিটনাশক ব্যবসায়ী রব্বানী, ফল ও মুদি ব্যবসায়ী মিজানুর রহমান, ষ্ট্যাম্প, খাতা ও কসমেটিকস ব্যবসায়ী দিলবার ও নরসুন্দর গৌতম চন্দ্রের সেলুনসহ ৬ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ধুনট ফায়ার ষ্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ৬টি দোকান পুড়ে যায়।
ধুনট ফায়ার ষ্টেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, ওই বাজারের গোলাম মোস্তফার দোকানের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রন করতে সম্ভব হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১০/১২ লাখ টাকার ক্ষতি হলেও উদ্ধার অভিযান চালিয়ে আরো প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।