ধুনট (বগুড়া) প্রতিনিধি:
মুজিববর্ষ উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় হাজারো মানুষের অংশ গ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ধুনট উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পাঁচ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতার আয়োজন করে দি স্ট্রাইকিং টুয়েল্ভ।
উপজেলার চালাপাড়ায় যুথি অটো রাইচ মিল থেকে শুরু হয়ে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এ দৌড় প্রতিযোগীতা শেষ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, জুলফিকার আলী ভুট্টো, শিক্ষক আব্দুল কুদ্দুস ও শিক্ষার্থী নোমান প্রমুখ।
দৌড় প্রতিযোগিতায় প্রথম ফাগুন হোসেন, দ্বিতীয় রামিম হাসান ও তৃতীয় স্থান অর্জন করেন সুজন তালুকদার। অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।