স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে নূর থ্রি-স্টার অটো ব্রিকস্ লিমিটেড ইটভাটার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় ধুনট সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে ইটভাটার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সফিক।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
নূর থ্রি-স্টার অটো ব্রিকস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন,
ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, উপেজলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চিকাশী ইউপি চেয়ারম্যান নাজমুল কাদির শিপন ও ধুনট সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া।