Read Time:1 Minute, 20 Second
ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় বর যাত্রীবাহী বাস খাদে পড়ে সাধন চন্দ্র দাস (৫৫) নামে নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাধন চন্দ্র মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের সাজা প্রামানিকের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে জানান, রবিবার সন্ধ্যার দিকে ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রাম থেকে একটি বাস বরযাত্রি নিয়ে শেরপুর উপজেলার দিকে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু পথিমধ্যে রুদ্রবাড়িয়া গ্রামেই তাদের বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাধন চন্দ্র দাস নামে এক বাদ্য যন্ত্রকার মারা যান। এঘটায় আরো ১০/১২জন আহত হয়েছে। আতরা হাসপাতালে চিকিৎস্য নিচ্ছেন।