স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় বালু পরিবহনের ট্রাকের ধাক্কায় আহত দুই মোটরসাইকেল আরোহীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামের জিল্লুর হোসেনের ছেলে শামীম হোসেন (১৮) ও পুর্ব কান্তনগর গ্রামের নাজিম হোসেনের ছেলে ফারাইজুল হোসেন (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৫ টায় খোকশাহাটা গ্রামের ইট ভাটায় কাজ শেষে ভাটা শ্রমিক শামীম হোসেন, ফারাইজুল হোসেন ও ওয়াসিম হোসেম মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এসময় ধুনট-সোনাহাটা সড়কের খোকশাহাটা ইটভাটা এলাকাতে বালুবাহী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে তিনজন মোটরসাইকেল আরোহী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৭টায় ফারাইজুল ও শামীমের মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় দুই জন ইট ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।