ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের মেশিন গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৫ মার্চ) বিকেলে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী বাবু বাজার থেকে এক কিলোমিটার দক্ষিনে বাঙ্গালী নদী থেকে দির্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল আবুল কালাম নামে এক ব্যক্তি। সে উপজেলার বেড়েরবাড়ী গ্রামের দিরাজ তালুকদারের ছেলে।
তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিতে সরকারী ও সাপ্তাহিক ছুটির দিন এবং রাতে বালু উত্তোলন করতো।
তবে ড্রেজার মেশিনের সাহায্যে দির্ঘদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করায় নদীর স্পার ও ফসলি জমি ভেঙ্গে বিলিন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এবিষয়ে সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত বলেন, সংবাদ পেয়ে বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিন সহ সরঞ্জামাতি গুড়িয়ে দেয়া হয়েছে। তবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। (ছবি আছে)