স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার ও গ্রাম পুলিশদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা ডিসেম্বর) দুপুরে ধুনট থানা ক্যাম্পাসে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিট পুলিশিং অফিসার ধুনট থানার এসআই প্রদীপ কুমার, এসআই নূরুজ্জামান, এসআই রুহুল আমিন, এসআই আহসানুল হক, এসআই রিপন মিয়া, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আব্দুল আজিজ, এএসআই আতিকুর রহমান, এএসআই ফজলুল হক, এএসআই আব্দুস সালাম প্রমূখ।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা রক্ষা এবং আপরাধ দমনে বিট পুলিশিং অফিসারগণকে এবং গ্রাম পুলিশদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান।