ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর বাজারের মৃত নাইট গার্ড জামাত আলীর (৫৫) পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা। শনিবার বিকেলে মথুরাপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাড়িতে জামাত আলীর স্ত্রীর হাতে অনুদানের অর্থ তুলে দেন ওসি।
গত ২২ ফেব্রুয়ারী মথুরাপুর বাজারে ডিউটি পালন শেষে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে জামাত আলী মারা যান। প্রতিরাতে মথুরাপুর বাজারের নাইট ডিউটি পালনকালে ধুনট থানার পুলিশের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে জামাত আলীর।
আইনশৃঙ্খলা রক্ষায় ধুনট থানা পুলিশের পাশাপাশি নাইট গার্ড জামাত আলীও অনেক অবদান রেখেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষন ব্যক্তি জামাত আলীর অকাল মৃত্যুতে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে অসহায় হয়ে পড়েছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, নাইট গার্ড জামাত আলী পুলিশকে অনেক সহযোগিতা করেছেন। তাই তার মৃত্যুতে অসহায় ওই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন, ধুনট থানার এসআই প্রদীপ কুমার, এসআই আব্দুল আজিজ ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সহ গণম্যান্য ব্যক্তিবর্গ।