ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলায় এক শিক্ষককে মারধরের মামলায় এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের হযরত আলীর ছেলে খোকন (৩০), একই গ্রামের সাত্তার প্রামাণিকের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও মৃত ফয়েজ উদ্দিনের ছেলে হযরত আলী (৬০)।
মামলাসূত্রে জানাগেছে, উপজেলার জোড়শিমুল মাদ্রাসার শিক্ষক মোহনপুর গ্রামের আমির হোসেনের সঙ্গে হযরত আলীর পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে গত ৩ জানুয়ারী শিক্ষক আমির হোসেনের ছেলে ওমর ফারুককে মারধর করতে থাকে প্রতিপক্ষরা। এসময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা শিক্ষক আমির হোসেনকেও মারধরে আহত করে।
এঘটনায় শিক্ষক আমির হোসেনের স্ত্রী ডলি খাতুন বাদী হয়ে হযরত আলী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, শিক্ষককে মারপিটের মামলায় এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।