Read Time:1 Minute, 16 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
‘মাস্ক পরার অভ্যোস, করোনামুক্ত বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনট পুলিশ পৌর শহরে জনসচেতনতামূলক র্যালি করে বিভিন্ন স্থানে পথচারী সাধারণ মানুষের মাঝে লিফলেট, গোলাপ ফুল ও মাস্ক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেছে।
সোমবার (২২ মার্চ) দুপুরে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার নেতৃত্বে ধুনট থানা পুলিশ এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে অংশ নেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট থানার এসআই প্রদীপ কুমার, এসআই আসাদুজ্জামান, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আব্দুল আজিজ, এএসআই আব্দুল আওয়াল, এএসআই আতিকুর রহমান, এএসআই মনোয়ারা বেগম ও মহিলা পুলিশ সদস্য মুক্তা খাতুন সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।