ইমরান হোসেন ইমন, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী এবং কাউন্সিলর পদে ৩৩ প্রার্থী ও সংরক্ষিত আসনে ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ধুনট পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদিকে প্রতীক বরাদ্দের পর সোমবার বিকেলে থেকেই ভোট যুদ্ধের প্রচারণায় ব্যস্ত পড়ে পড়েছেন প্রার্থীরা। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে চলছে নির্বাচনী মাইকিং। মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের অলিতে-গলিতে ও পাড়া-মহল্লায় পোষ্টার লাগাতে দেখা দেখা গেছে প্রার্থীদের কর্মী সমর্থকদের।
ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র এজিএম বাদশাহ্ (জগ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান টিআইএম নূরুন্নবী তারিক (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপিন যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) ও কমিউনিস্ট পার্টির সাহা সন্তোষ (কাস্তে)।
এছাড়া ধুনট পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। তন্মেধ্যে ১নং ওয়ার্ডে আব্দুল মজিদ আকন্দ (উটপাখি), মুনজিল হোসেন আকন্দ (পাঞ্জাবি) ও সোলায়মান আলী (ডালিম), ২নং ওয়ার্ডে মোহাম্মদ আলী খান (টেবিল ল্যাম্প), ওসমান মন্ডল (পানির বোতল), জামাল উদ্দিন মন্ডল (ডালিম), রফিকুল ইসলাম (ব্লাক বোর্ড), রিপন শেখ (উট পাখি) ও সাইফুল ইসলাম (পাঞ্জাবি), ৩নং ওয়ার্ডে আয়নাল হক (উটপাখি), জুয়েল মল্লিক (পাঞ্জাবি) ও বাবুল আকতার (ডালিম), ৪নং ওয়ার্ডে আব্দুল মোত্তালিব (ডালিম), আলী আজগর (পাঞ্জাবি), রাসেল মাহমুদ (উট পাখি) ও সামছুর রহমান (টেবিল ল্যাম্প), ৫নং ওয়ার্ডে রাজীবুজ্জামান রাজীব (উট পাখি), শাহজাহান আলী (পাঞ্জাবি), সেলিম রেজা রিমান (পানির বোতল) ও হেলাল হোসেন (ডালিম), ৬নং ওয়ার্ডে আদম আলী খাঁ (টেবিল ল্যাম্প), আব্দুর রাজ্জাক সেখ (পাঞ্জাবি), ফারাইজুল ইসলাম (উট পাখি), রনজু মল্লিক (পানির বোতল) ও সামুছ উদ্দিন মল্লিক (ডালিম), ৭নং ওয়ার্ডে আপাল শেখ (পাঞ্জাবি) ও ফজলুল হক (উট পাখি), ৮নং ওয়ার্ডে আল আমিন তরফদার (ব্রীজ), ফোরহাদ হোসেন শেখ (উট পাখি) ও শ্রী নিরঞ্জন কুমার দাস (পাঞ্জাবি), ৯নং ওয়ার্ডে প্রতেন চন্দ্র (ব্রিজ), জাহাঙ্গীর আলম (পাঞ্জাবি) ও ফরিদ প্রামানিক (উট পাখি)
তাছাড়া সংরক্ষিত ১নং আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদাতুন নেছা (আনারস), ফিরাজা খাতুন (চশমা), রেনুকা পারভীন (জবা ফুল) ও রেহেনা খাতুন (অটো রিক্সা), ২নং আসনে তাহেরা খাতুন (আনারস), শিউলী আকতার (চশমা) ও শিল্পী খাতুন (অটো রিক্সা), ৩নং আসনে আলেকা বেগম (চশমা), মালতি খাতুন (আনারস) ও শিউলী বেগম (অটো রিক্সা)।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী জানান, ধুনট পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১১ হাজার ৭১৩ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬৩৭ জন এবং মহিলা ভোটার ৬ হাজার ৭৩জন। আগামী ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের ৩১টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।