নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএসআইআর এর চীফ সায়েন্টিফিক অফিসার লিটন মুন্সি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ অরুনাংশু মন্ডল, মৎস্য অফিসার ফেরদৌস আলী, কৃষি অফিসার আদনাল বাবু, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, মাধ্যমিক কর্মকতা একরামুল হক সরকার, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সমবায় অফিসার সাবিহা আফরুজ, যুব উন্নয়ন অফিসার আঃ রউফ, নন্দীগ্রাম নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রউফ উজ্জল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন রানা, প্রধান শিক্ষক ফজলুর রহমান, আকরামুজ্জামান তারা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র প্রমুখ।
উল্লেখ্য, উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ও সেমিনার প্রদর্শনীতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রদর্শনী সামগ্রী প্রদর্শন করে।