Read Time:1 Minute, 22 Second
স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে বগুড়ার ধুনট উপজেলার ৪শ দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ধুনট সদর ও চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে পৃথকভাবে কম্বল বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা প্রমূখ।