বগুড়া প্রতিনিধি :
মেয়াদোত্তীর্ণ, অনুমোদন বিহীন ও লাইসেন্স না রাখার অপরাধে বগুড়ায় মুন ও মাহি নামে দুই হোমিও হলকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) বগুড়া শহরের গালাপট্টি এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তাসনিমুজ্জামান এবং পাপিয়া সুলতানা।
এসময় ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিট্রেট তাসনিমুজ্জামান জানায়, মেয়াদোত্তীর্ণ, অনুমোদনবিহীন ও লাইসেন্স না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং কোন বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার অপরাধে ঔষুধ ও ভোক্তা অধিকার আইনে মুন হোমিও হলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে একই অপরাধে মাহি হোমিও হলকে দেড় লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাপিয়া সুলতানা জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ওই ঘটনায় বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পানে অসুস্থ জনৈক দেলোয়ার হোসেন রঞ্জুর ভাই মনোনয়ার হোসেন সোমবার রাতে বগুড়া সদর থানায় হোমিও ওষুধ উৎপাদন এবং বিক্রির সঙ্গে সম্পৃক্ত ৩টি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীসহ মোট ১৬ জনের নামে মামলা দায়ের করেন।