স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা :
বগুড়ার ধুনটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর বাজার এলাকায় ২০০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারেজ আলী আকন্দ, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টার ও সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটনে।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহামন আতিক, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, ছানোয়ার হোসেন, ইউপি সদস্য হান্নান, সরোয়ার প্রমুখ।
এরপর বিকিলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে এবং ধুনট পৌরসভায় পৃথকভাকে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এমপি হাবিবর রহমান।