সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আশ্রয়ণ প্রকল্পের আওতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১ শত ৮০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও বাসগৃহ প্রদান করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিবগঞ্জ উপলক্ষে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর এর সভাপতিত্বে ময়দাহাট্টা ইউনিয়নের কুপা মহাবালা গ্রামে প্রধান অতিথি জমি ও বাসগৃহ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মৌলী মন্ডল, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, উপজলো প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, ইউপি চেয়ারম্যান এসএম রূপম, শফিকুল ইসলাম শফি প্রমুখ।