শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারী) শুক্রবার সন্ধ্যায় তার বাস ভবনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর উপজেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামন স্বপন।
উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তযোদ্ধা মো. মওলা বক্স, চান মিয়া, সিদ্দিক হোসেন, নুরনবী, নজরুল ইসলাম হানু, রফিকুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর উপজেলা শাখার সহ সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন লিটন,রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রঞ্জু, প্রচার সম্পাদক ফরিদ বাবু প্রমূখ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।