স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া :
বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে ওই মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরন করে সদর থানা পুলিশ।
বগুড়া সদর থানার উপপরিদর্শক ওসমান গনি জানান, মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। লাশ দেখে মনে হয়েছে ভবঘুরে, পাগল প্রকৃতির। ওই সময় লাশের পড়নে সাদা গেঞ্জি, জিন্সের প্যান্ট ও গায়ে চাদর দেয়া ছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
আশেপাশের লোকজনদের কাছে জানা যায় গত কয়েকদিন ধরে অজ্ঞাত ব্যক্তি এখানে অবস্থান করছিল। ভবঘুরের মত কলেজ এলাকার একটি দোকানঘরে আশ্রয় নিয়েছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ দাফনের দাতব্য সংস্থা আঞ্জুমান মফিদুলের সাথে যোগাযোগও হয়েছে। ময়না তদন্ত শেষ হলে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হবে বলেও জানান তিনি ।