স্টাফ রিপোর্টার, অনুসন্ধান বার্তা, বগুড়া অফিস :
বগুড়া জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ৫২ জন। এ নিয়ে জেলায় করোনায় ৯ হাজার আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল। শনিবার (৫ ডিসেম্বর) বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যু হলো ২১৩ জনের।
শনিবার বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজার রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় ২০৪ টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন করে ৫২ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৪৬ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৬টি নমুনা পরীক্ষা করে ৬ জন পজিটিভ হন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২১৩ জনের। জেলায় নতুন করে ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৮ হাজার ১৭২ জন।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪২ জন, শেরপুরে ৫ জন, নন্দীগ্রামে ২ জন, দুপচাঁচিয়া, শিবগঞ্জ ও আদমদিঘিতে একজন করে। এ নিয়ে জেলায় মোট ৯ হাজার ১৩ জন আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মো: ছলিমুদ্দিন (৫৫)। তিনি শুক্রবার জেলার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।